• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

কুড়িগ্রামে ১ বাড়ি লকডাউন: আরো ৭ বাড়ি হোম কোয়াারেন্টিনে

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২০  

নভেল করোনা ভাইরাসের আশংকায় কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার ১ বাড়ি লকডাউন ও ৭ বাড়ির ১০ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার উপজেলা প্রশাসন এ আদেশ প্রদান করেন। 

জানা গেছে, শেরপুর জেলার শ্রীবদি বাইডাঙ্গা গ্রামের ওবাইদুলের অন্তসত্তা স্ত্রী মরিয়ম বেগম (২৩) ওই দিন স্বামীর বাড়ি থেকে রাজিবপুর ইউনিয়নের কাচানী পাড়া বাবার বাড়ি চলে আসে। সেখানে করোনা ভাইরাসের রোগী সনাক্ত হওয়ার ওই গ্রাম পুরো লকডাউন দেওয়া হয়েছে। সে অন্তসত্তা হওয়ার কারণে ভোর রাতে পালিয়ে বাবার বাড়ি চলে আসে। 

এলাকাবাসী শ্রবিদি থানায় খবর দিলে, থানা পুলিশ চর রাজিবপুর থানায় যোগাযোগ করে। ফলে প্রশাসনের লোক জন এসে ওই কাচানী পাড়া আবদুস সাত্তারের বাড়ি লকডাউন করে। মরিয়ম বেগম ওই আবদুস সাত্তারের মেয়ে। অপর দিকে বৃহস্পতিবার ঢাকার নারায়নগঞ্জ এলাকা থেকে ১০ জন দিন মজুর ও পোশাক কর্মীর গ্রামে আসছে খবর শুনে স্থানীয ইউপি সদস্য ও স্বাস্থ্য বিভাগের লোকজন গিয়ে স্বান্থ্য পরীক্ষা করেন। তাদের শরীরে করোনা ভাইরাসের প্রমাণ না মিললেও উপজেলার লম্বা পাড়ার আবদুস সাত্তার হাজী সাহের বাড়ি, কাচানী পাড়ার জহির উদ্দিনের বাড়ি, গড়াইমারীর আবদুল হাকিমের বাড়ি ও কাচানী পাড়ার ফুল মিয়ার বাড়িতে সব মিলে ১০জনকে হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়।

এ ছাড়া গ্রামের মোড়ে ও গ্রামের বেশ কয়েকটি রাস্তাও লকডাউন দেওয়া হয়েছে। সেখানে রয়েছে গ্রামের স্বেচ্ছাসেবক বাহিনী।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –