• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড 

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২১  

কুড়িগ্রামে নামাজরত অবস্থায় মাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার দায়ে ছেলে মন্তাজুল আলমকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুর ১টার দিকে এ রায় দেন জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান। এ সময় আসামি মন্তাজুল আলম আদালতে উপস্থিত ছিলেন।

আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, মন্তাজুল আলমের প্রথম স্ত্রী তাকে ছেড়ে চলে যাওয়ার পর মানসিকভাবে তিনি কিছুটা অসুস্থ হয়ে পড়ে। এ অবস্থায় মন্তাজুল দ্বিতীয় বিয়ে করার জন্য উদগ্রীব হয়ে উঠলে তার বাবা-মা তাতে অসম্মতি জানায়। এতে ক্ষিপ্ত হয়ে গত বছরের ২০ মার্চ দুপুর পৌনে ২টার দিকে ঘরের ভেতর জোহরের নামাজরত অবস্থায় মা মেহেরজান বেগমকে মন্তাজুল আলম কুড়াল দিয়ে কোপ দেয়। এতে ঘটনাস্থল তার মৃত্যু ঘটে। এ সময় চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে মন্তাজুলকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ ঘটনাকে কেন্দ্র করে ওই দিন বিকেলে বাবা সোলায়মান আলী বাদী হয়ে মন্তাজুল আলমকে আসামি করে রাজারহাট থানায় হত্যা মামলা করেন।

সূত্র আরো জানায়, মামলার ১৯ জন সাক্ষীর মধ্যে ১৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর এসএম আব্রাহাম লিংকন এবং আসামি পক্ষে লিগ্যাল এইড নিয়োজিত আইনজীবী এটিএম এরশাদুল হক চৌধুরী শাহীন মামলাটি পরিচালনা করেন।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –