• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

রাজারহাটে বাবা-মায়ের দ্বন্দ্বে মেয়ের আত্মহত্যা

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২১  

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নে এক শিক্ষার্থীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। ঐ ইউনিয়নের ছড়ারপার রাঘব মৌজায় ১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি)।

নিহত শিক্ষার্থী হিরা খাতুন ঠুঠাপাইকর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর শিক্ষার্থী এবং মো. হারুন মিস্ত্রির কন্যা। 

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে হিরা খাতুনের (১৩) বাবা মা’র মধ্যে ঝগড়া লাগে। ঝগড়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে বাবা হারুন মিস্ত্রি কন্যা হিরাকেও মারপিট করেন। এর জের ধরে বাবার ওপর অভিমান করে আত্মহত্যার পথ বেঁচে নেয় বলে জানায় পরিবার।

এছাড়াও নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী জানান, মো. হারুন মিয়া তার স্ত্রীকে প্রায়শই নানা অপবাদ দিয়ে মারধর করতেন এবং এ নিয়ে স্থানীয় পর্যায়ে একাধিক সালিশি বৈঠক হয়েছে।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজু সরকার হিরা খাতুনের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে মরদেহ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতির কথা বলেন।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –