• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

কুড়িগ্রামে পুলিশের সহযোগিতায় মায়ের কোলে ফিরল ৩ মাসের শিশু

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২১  

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় পারিবারিক কলহের জেরে তিন মাস বয়সী সন্তানকে আটক রেখে স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেন এক স্বামী। পরে ওই শিশুর মা চিলমারী থানায় বিষয়টি পুলিশকে জানালে তাৎক্ষণিকভাবে শিশুটিকে স্বামীর বাড়ি থেকে উদ্ধার করে মায়ের কোলে তুলে দেন। ঘটনাটি ঘটেছে উপজেলার হরিনার চর গ্রামে। 

জানা যায়, ওই গ্রামের সুরুজ্জামানের ছেলে সুজন মিয়ার সঙ্গে একই এলাকার মতিয়ার রহমানের মেয়ে মোছলেমার বেগমের বিয়ে হয় দুই বছর আগে। তাদের তিন মাস বয়সী কন্যা সন্তান সানজিদা আক্তার সুরভি। 

গত রোববার দুপুরে দাম্পত্য কলহের জের ধরে স্বামীর সঙ্গে কথাকাটাকাটি হয় ওই গৃহবধূর। এতে ক্ষিপ্ত হয়ে ওই গৃহবধূর স্বামী তিন মাস বয়সের শিশুকে রেখে মোছলেমা বেগমকে মারধর করে জোর করে বাড়ি থেকে বের করে দেন। নিরুপায় হয়ে ওই নারী বাবার বাড়িতে চলে যায়। পরবর্তীতে অনেকভাবে চেষ্টা করেও দুধের শিশুকে ফেরত না পেয়ে সোমবার রাতে থানায় যান মোছলেমা। 

চিলমারী থানা পুলিশ বিষয়টি জানার পর দ্রুত দুধের শিশুকে উদ্ধার করে তার মায়ের কাছে হস্তান্তর করে। 

চিলমারী থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, তিন মাসের শিশু বাচ্চাকে আটকে রেখে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তার স্বামী। এ ঘটনাটি জানার পর তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দিয়েছি। 

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –