• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

রৌমারীতে হাসপাতালে ওষুধ পোড়ানোর ঘটনায় তদন্ত শুরু 

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২১  

কুড়িগ্রামের রৌমারীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ওষুধ পোড়ানোর ঘটনায় তদন্ত শুরু হয়েছে। গতকাল সোমবার অনুষ্ঠিত এক জরুরি সভায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সভায় প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি। ওষুধ পোড়ানোর ঘটনায় আবাসিক চিকিত্সা কর্মকর্তা সেলিম মিয়াকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

রৌমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, পোড়ানো ওষুধগুলো সরকারি, এ ব্যাপারে নিশ্চিত। কিন্তু কে বা কারা ওষুধগুলো পুড়িয়েছে, তা আমার জানা নেই। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন হাতে পেলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত রোববার বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে মসজিদের পাশের পরিত্যক্ত জায়গায় পোড়ানো অবস্থায় ওষুধগুলো দেখতে পান কয়েকজন মুসল্লি।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –