• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

রাজিবপুরে নানা আয়োজনে বিজয় দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক

কুড়িগ্রাম বার্তা

প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৮  

কুড়িগ্রামের রাজিবপুরে নানা আয়োজনে ৪৮তম মহান বিজয় দিবস উদযাপন করেছে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

ভোর ৬টা ৩১ মিনিটে ৩১ বার তোপধ্বনী ও শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পনের মধ্যে দিয়ে দিবসের কর্মসূচি ঘোষনা করে উপজেলা প্রশাসন। সকাল ৭ টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শোভাযাত্রা ও মিছিলসহ রাজিবপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।

সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ মাঠে জাতীয় পতাকা তুলে কর্মসূচির ঘোষণা করা হয়। পরে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রী,আনসার ভিডিপি,বীর মুক্তিযোদ্ধা ও পুলিশ সদস্যদের নিয়ে কুজকাওয়াজ ও বিভিন্ন ডিসপ্লে প্রদর্শন করা হয়। বেলা ১১টায় উপজেলা পরিষদ মঞ্চ থেকে ইউএনও মো: মেহেদী হাসান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিউল আলম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হাই সরকার, উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক মোখলেছুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরো, ভাইস চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো: শফিকুল ইসলাম, ওসি রবিউল ইসলাম, আওয়ামী লীগ নেতা অধ্যাপক আব্দুস সবুর ফারুকী, বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই সরকার, আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া মেম্বার, যুবলীগ সভাপতি মাস্টার আজিবর রহমান প্রমুখ।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –