• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

রংপুরে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ২ সদস্য গ্রেফতার 

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ জুলাই ২০২১  

নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দুই সক্রিয় সদস্য আব্দুল কাদের সালমান ও মিনহাজুল ইসলামকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩ রংপুর ক্যাম্পের সদস্যরা। বুধবার রাতে কুড়িগ্রাম জেলার উলিপুর পৌরসভার সবুজপাড়া নারকেলবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৩ সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহামেদ বৃহস্পতিবার দুপুরে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম জেলার উলিপুর পৌরসভার সবুজপাড়া নারকেলবাড়ী এলাকায় অভিযান চালিয়ে আনসার আল ইসলামের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা আনসার আল ইসলামের প্রচার প্রচারণা চালিয়ে আসছে।  সংগঠনের সদস্য সংগ্রহ, চাঁদা উত্তোলনসহ  তরুণ ও যুবকদের টার্গেট করে জঙ্গিবাদে উদ্বুদ্ধ ও জঙ্গি ভাবধারা প্রচার করতো তারা। 

তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের কাজ থেকে উগ্রবাদী বই, মোবাইল ফোন, সিম, বিভিন্ন সামাজিক মাধ্যমে পোস্টকৃত উগ্রবাদী লিফলেট ও জঙ্গি কার্যক্রমে জড়িত অন্যান্য ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের স্ক্রিনশট উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –