• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

কুড়িগ্রামের রাজিবপুরে বেড়েছে পাটের চাষ

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ জুলাই ২০২১  

রাজিবপুরে চলতি বছর লক্ষ্যমাত্রার চেয়েও বেশি পাট চাষ হয়েছে। উপজেলার সব ইউনিয়নসহ চর এলাকার মাঠেও পাটের আবাদ হয়েছে।

গত বছর কৃষক পাটের দাম ভালো পাওয়ায় ও দেশে চাহিদা বাড়ায় চাষ বেড়েছে বলে জানিয়েছে কৃষি অফিস।

রাজিবপুর কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর ২ হাজার ৬৫৫ হেক্টর জমিতে পাট আবাদের লক্ষ্যমাত্রা ছিল। তবে চাষ হয়েছে ২ হাজার ৭৫০ হেক্টর জমিতে।

ধুলাউড়ি গ্রামের কৃষক নুরুল জানান, এ বছর আবাদ অনেক বেশি হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে পাটের বাম্পার ফলন হবে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –