• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

কুড়িগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস 

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ জুলাই ২০২১  

বর্ষা মৌসুমের শুরুতে টানা কয়েকদিন ধরে বৃষ্টিপাত অব্যাহত থাকলেও গত কয়েকদিন ধরে বাড়তে শুরু করেছে কুড়িগ্রামের তাপমাত্রা। 

সোমবার (১২ জুলাই) কুড়িগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে রাজারহাট আবহাওয়া অফিস। আগামী ১৪-১৫ জুলাই বৃষ্টিপাত শুরু হওয়ার পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অফিস। এতে করে তাপমাত্রা কমিয়ে আসতে পারে।

রাজারহাট কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র জানান, কুড়িসহ আশেপাশে এলাকায় আজ বিকেল ৩ টায় ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। প্রখর রোদের প্রভাবে এই তাপমাত্রা কিছুদিন অব্যাহত থাকার পর আগামী বুধবার নাগাদ কমতে পারে বলেও জানান তিনি।

উল্লেখ্য, কুড়িগ্রাম জেলায় চলতি বছরের জুন মাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –