• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইঁদুর মারা ঔষধ খেয়ে কিশোরের মৃত্যু 

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ জুলাই ২০২১  

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভুলবশত ইঁদুর মারা কীটনাশক ট্যাবলেট খেয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার কাশিপুর ইউনিয়নের দক্ষিণ অনন্তপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোর ঐ এলাকার জমির উদ্দিনের ছেলে শাকিল হাসান (১৪)।

পুলিশ ও এলাকাবাসী জানান, এপেন্ডিসাইটিস অপারেশন করার কারণে নিয়মিতভাবে ঔষধ সেবন করেন শাকিল। শনিবার রাতে খাওয়া দাওয়া শেষে নিজের ঔষধ না খেয়ে ভুলবশত একই স্থানে রাখা কীটনাশক ট্যাবলেট খেয়ে শুয়ে পড়ে সে। এক পর্যায়ে তীব্র যন্ত্রণা শুরু হলে এবং মুখ দিয়ে ফেনা আসতে থাকলে কীটনাশক খাওয়ার বিষয়টি বুঝতে পারে পরিবারের লোকজন। এ অবস্থায় রাত গভীর হওয়ায় যানবাহন জোগাড় করে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়।

ফুলবাড়ী থানার অফিসার (ওসি) তদন্ত সারওয়ার পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –