• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

টানা বৃষ্টিতে খুশি ফুলবাড়ীর আমনচাষিরা 

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ জুলাই ২০২১  

টানা বৃষ্টিতে খুশি ফুলবাড়ীর আমনচাষিরা। তারা জানায়, বর্ষা মৌসুমেও টানা তিন সপ্তাহ বৃষ্টি না হওয়ায় আমনচাষিরা শ্যালো মেশিন ও সেচযন্ত্রের পানি দিয়ে আমন চাষ করছিলেন। এতে অতিরিক্ত অর্থ খরচ হয়।

কুরুষাফেরুষা গ্রামের কৃষক শুশীল কুমার রায় জানান, ভারী বৃষ্টিপাত হওয়ায় এখন আর বাড়তি খরচ হবে না।

উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুর রশিদ জানান, চলতি বছর উপজেলায় ১১ হাজার ৭০০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কিন্তু বৃষ্টি না থাকায় মাত্র ১২০ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। যেহেতু ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে, আশা করছি, অল্প কিছু দিনের মধ্যেই আমন চাষ শেষ হবে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –