• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

কর্মহীন সংস্কৃতিকর্মীদের প্রণোদনা দিয়েছে কুড়িগ্রাম জেলা প্রশাসন 

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ জুলাই ২০২১  

মহামারী করোনায় কর্মহীন হয়ে পড়া জেলার সংস্কৃতিকর্মীদের আর্থিক প্রণোদনা সহায়তা প্রদান করেছে কুড়িগ্রাম জেলা প্রশাসন। সোমবার দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ের স্বপ্নকুঁড়ি মিলনায়তনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত এ অনুদানের চেক প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুড়িগ্রাম পৌরসভার মেয়র কাজিউল ইসলাম, জেলা তথ্য অফিসের উপপরিচালক নুরন্নবী খন্দকার, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, সাংবাদিক ও লেখক আব্দুল খালেক ফারুক প্রমুখ।

জেলা প্রশাসক এ সময় শতাধিক সংস্কৃতিকর্মীকে আর্থিক প্রণোদনা ও প্রায় অর্ধশত অস্বচ্ছল শিল্পীকে মাসিক ভাতার ১১ লাখ ৭৩ হাজার টাকার চেক প্রদান করেন। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সংগীতশিল্পী, নাট্যশিল্পী, যাত্রাশিল্পী, নাট্যকার ও বাদ্যযন্ত্রীসহ শতাধিক সংস্কৃতিকর্মীর প্রত্যেককে করোনাকালীন প্রণোদনা হিসেবে ৫ হাজার টাকার চেক প্রদান করা হলো।

একই সঙ্গে ৪৬ জন অস্বচ্ছল শিল্পীর প্রত্যেককে ১৪ হাজার  টাকা হিসেবে মোট ১১ লাখ ৭৩ হাজার ৬০০ টাকার চেক প্রদান করা হয়। পর্যায়ক্রমে অন্যান্য শিল্পী ও সংগঠনকে এ ধরণের সহায়তা প্রদান করা হবে বলে জানা যায়। 

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –