• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ভূরুঙ্গামারীতে রাতের আঁধারে ২১৫ কলাগাছ কাটার অভিযোগ 

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩১ জুলাই ২০২১  

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে রাতের আঁধারে এক কৃষকের কলাবাগানের ২১৫টি কলাগাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে।

গতকাল বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের বেলদহ গ্রামের হামিদুল ইসলামের কলাবাগানে এ ঘটনা ঘটে। হামিদুল ইসলাম পাইকেরছড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।

হামিদুল ইসলাম জানান, কলাবাগান করার জন্য তিনি দুই বিঘা জমি তিন বছরের জন্য ইজারা নেন। এ জন্য জমির মালিককে প্রতিবছর ৪০ মণ ধান দিতে হবে। ওই জমিতে তিনি ৭২৫টি কলাগাছের চারা রোপণ করেন। বৃহস্পতিবার দিবাগত রাতে কে বা কারা সেই বাগানের ২১৫টি কলাগাছ কেটে ফেলে। এতে তিনি আর্থিকভাবে বড় রকমের ক্ষতির আশঙ্কা করছেন। এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন বলে জানান তিনি।

সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবু হোসেন জানান, কলাগাছ কাটার ঘটনা সত্য। কেউ শত্রুতা করে হামিদুলের কলাবাগানের ক্ষতি সাধন করেছে। গাছের সঙ্গে শত্রুতা ন্যক্কারজনক কাজ। এর উপযুক্ত শাস্তি হওয়া উচিত।

ভূরুঙ্গামারী উপজেলা কৃষক লীগের আহ্বায়ক ডা. ফরহাদ হোসেন জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

ভূরুঙ্গামারী থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –