• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

ভূরুঙ্গামারীতে গণটিকাদান কার্যক্রম শুরু

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ আগস্ট ২০২১  

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গণটিকাদান কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (৭ আগষ্ট) উপজেলার ৬ ইউনিয়নের ৬টি কেন্দ্রে এ টিকাদান কার্যক্রম শুরু হয়। আগামীকাল রবিবার বাকি ৪ টি ইউনিয়নে টিকা দেয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর।

শনিবার সকালে উপজেলার চরভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে টিকাদান কার্যক্রমের মধ‍্য দিয়ে জনসাধারনের মাঝে টিকা দেওয়া শুরু হয়। 

এ সময় উপস্হিত ছিলেন ইউপি চেয়ারম‍্যান এটিএম ফজলুল হক, ইউনিয়ন স্বাস্হ‍্য কেন্দ্রের উপ-সহকারি মেডিক্যাল অফিসার ডা: শাহাদুজজামান প্রধান, পুলিশের এসআই মো: গাবুর আলী, বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান, স্বাস্হ‍্য পরিদর্শক (অব:) এসএম ওবায়দুল হক রাখু উপ-সহকারি কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান, ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক মোজাম্মেল হক, আওয়ামী লীগ নেতা এনামুল হক রোকন, যুবলীগ সভাপতি নজরুল ইসলাম, ইউপি সদস‍্য ও বিভিন্ন ওয়ার্ড-ইউনিয়ন করোনা প্রতিরোধ কমিটির সদস‍্য, আনসার ও গ্রাম পুলিশ সদস‍্য বৃন্দ।

এ বিষয়ে উপজেলা স্বাস্হ‍্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম সায়েম বলেন, ভূরুঙ্গামারী উপজেলার ১০টি ইউনিয়নের মধ‍্যে আজ শনিবার ৬টি ইউনিয়নের সাবেক ১ নম্বর ওয়ার্ডে ৬০০ জন ও আগামীকাল ৪টি ইউনিয়নের সাবেক ১ নম্বর ওয়ার্ডে ৬০০ জন করে মোট ৬ হাজার মানুষকে টিকা দেওয়া হবে। যেগুলো ওয়ার্ড বাকি থাকছে সে বিষয়ে তারিখ ও সময় পরে জানিয়ে দেয়া হবে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –