• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ভূরুঙ্গামারীতে মাদকসহ সহ ৩ জন আটক

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ আগস্ট ২০২১  

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমান মাদকসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২০ আগস্ট) রাতে চরভূরুঙ্গামারী ইউনিয়নের বানিয়াটারী গ্রাম থেকে এদেরকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, মাদক বিরোধী অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে ভুরুঙ্গামারী থানা পুলিশের টহল টীম শুক্রবার রাতে ভূরুঙ্গামারী থানার চরভুরুঙ্গামারী ইউনিয়নের বানিয়াটারী নামক গ্রামে মাদক ব্যবসায়ী আব্দুল হামিদের বাড়িতে অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে ৫ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৯ বোতল স্কাফ ও ৩০০ পিছ ইয়াবাসহ আব্দুল হামিদকে আটক করে।

আটক আব্দুল হামিদ নাগেশ্বরী থানার রামখানা ইউনিয়নের নাখারগঞ্জ এলাকার বাসিন্দা এবং চরভূরুঙ্গামারী বানিয়াটারীতে বসবাস করে মাদক ব্যবসা করে আসছিলেন।

অপরদিকে উপজেলার চরভূরুঙ্গামারীতে পৃথক অভিযানে সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের মৃত ইউসুফ আলী ব্যাপারীর পুত্র সামিউল ইসলাম সানি ব্যাপারী (২৫) ও ইউনুছ আলীর পুত্র আরিফুল ইসলাম আপেল(২৫) নামে দুজনকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে ১দশমিক ৭ গ্রাম হিরোইন ও ২ পিছ ইয়াবা পাওয়া যায়।

ভুরুঙ্গামারী থানার ওসি(তদন্ত) জাহিদুল ইসলাম ঘটনার সত‍্যতা স্বীকার করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –