• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ভূরুঙ্গামারীতে বিদ্যুৎস্পৃষ্টে সদ্য বিবাহিত যুবকের মৃত্যু

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ আগস্ট ২০২১  

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শফিকুল ইসলাম (৩২) নামের সদ্য বিবাহিত এক যুবকের মৃত্যু হয়েছে। শফিকুল ইসলাম ভূরুঙ্গামারীর তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর (শালমারা) গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে।

সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আবু শামা জানান, পশ্চিম ছাট গোপালপুর গ্রামের ওপর দিয়ে যাওয়া বিদ্যুৎ লাইনের ওপর বাড়ি সংলগ্ন বাঁশ বাগানের একটি বাঁশ হেলে পড়ে। বুধবার (২৫ আগস্ট) বিকেলে বিদ্যুৎ চলে গেলে শফিকুল হেলে পড়া ওই বাঁশ কাটতে গেলে এ সময় পুনরায় বিদ্যুৎ সরবরাহ চালু হলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শফিকুলের মৃত্যু হয়। শফিকুল এক সপ্তাহ আগে একই গ্রামের আব্দুল হালিমের মেয়ে বীণা খাতুনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

ভূরুঙ্গামারী পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম কাওসার আলী জানান, বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু বিষয়ে তিনি অবগত নন। তিনি আরো জানান, বিদ্যুৎ সরবরাহ লাইনের ওপর বাঁশ পড়ে থাকলে লাইনে বিদ্যুৎ থাকার কথা নয়।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –