• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

কুড়িগ্রামে স্কুল ব্যাগ থেকে প্রায় ১৮ কেজি গাঁজা উদ্ধার

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২১  

কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা ব্রিজের চেকপোস্টে ৩টি স্কুল ব্যাগ থেকে প্রায় ১৮ কেজি গাঁজা উদ্ধার করেছে সদর থানা পুলিশ। এসময় মাদক বহনকারী এক ব্যক্তিকে আটক করা হয়।

রবিবার (৫ সেপ্টেম্বর) ভোরে মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম সদরের পৌর এলাকার ধরলা চেকপোস্ট পয়েন্টে অবস্থান নেয় পুলিশ। সেখান থেকে কারবারিকে আটক ও মাদক জব্দ করা হয়। কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃত ব্যাক্তি কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার অনন্তপুর মুলভীটারী এলাকার মাে. গােলজার রহমানের পুত্র রফিকুল ইসলাম অপু (২৬)।

পুলিশ জানায়, ভোরে মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম সদরের পৌর এলাকার ধরলা চেকপোস্ট পয়েন্টে অবস্থান নেয় পুলিশ। এরপর সকাল ছয়টার দিকে কুড়িগ্রাম অভিমুখে আসা দুটি মোটরসাইকেলকে দেখে পুলিশের দেখে সন্দেহ হলে পুলিশ তাদের থামতে বলে। পরিস্থিতি বুঝতে পেরে মোটরসাইকেল এবং ৩ টি স্কুলব্যাগ ফেলে পালানোর চেষ্টা করে মাদক পাচারকারীরা। তবে তাদের মধ্যে একজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

এরপর আটককৃত ব্যক্তির সাথে থাকা স্কুল ব্যাগ ও পলাতক ব্যক্তিদের ফেলে যাওয়া ২ টি স্কুল ব্যাগ ও মোটরসাইকেল দুটি তল্লাশী করে পুলিশ। সেখানে পাওয়া একটি কালাে রঙয়ের স্কুল ব্যাগের ভিতরে পলিথিন দিয়ে মােড়ানাে ১ টি গাঁজার প্যাকেট পাওয়া যায়। পলাতক ব্যক্তিদের ফেলে যাওয়া স্কুল ব্যাগ দুটির ভিতর পলিথিন দিয়ে বিশেষ কায়দায় মােড়ানাে ২ টি গাঁজার প্যাকেটসহ সর্ব মােট ০৩ টি গাঁজার প্যাকেটে মোট প্রায় ১৮ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। এর পাশাপাশি গাঁজা পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান. মো শাহরিয়ার জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে নতুন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। রবিবার বিকেলে তাকে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –