• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

মুজিববর্ষ উপলক্ষে সোনাভরী নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ 

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২১  

মুজিববর্ষ উপলক্ষে কুড়িগ্রামের রৌমারী উপজেলার সোনাভরী নদীতে শুরু হয়েছে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ। ওই উপজেলার বাঘমারা গ্রামের বন্দবেড় সমাজকল্যাণ সংঘের আয়োজনে তিন দিনব্যাপী এ প্রতিযোগিতা শুরু হয়।

মঙ্গলবার বিকেলে নৌকাবাইচ উদ্বোধন করেন রৌমারী উপজেলার চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন বন্দবের ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল জোব্বার, ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাদের সরকার প্রমুখ।

প্রথমদিনে কুড়িগ্রামের বিভিন্ন এলাকা থেকে আসা ছয়টি দল নৌকাবাইচে অংশগ্রহণ করে। এগুলো হলো- একতাতরী, মামা ভাগনে, মায়ের দোয়া, সোনাভরী, দশের তরী, জেলপুরী।

গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ দেখতে সোনাভরী নদীর তীরে ভিড় জমাচ্ছে বিভিন্ন বয়সের হাজারো নারী-পুরুষ। দূর-দূরান্ত থেকেও অটোরিকশা, ভ্যান, মোটরসাইকেলে করে নদীর তীরে আসছে দর্শনার্থীরা। তারা হই-হুল্লোড়ের মাধ্যমে প্রতিযোগীদের উৎসাহ দিচ্ছে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –