• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

কুড়িগ্রামে রাজারহাট কলেজের নাম পরিবর্তনের দাবি 

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২১  

কুড়িগ্রামে সরকারি মীর ইসমাইল হোসেন রাজারহাট কলেজের নাম পরিবর্তন করে শহীদ রাউফুন বসুনিয়া সরকারি কলেজ করার দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে আদালত চত্ত্বরের সামনের সড়কে আশির দশক ছাত্র সংগ্রাম পরিষদ ও জেলাবাসী ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

দৈনিক কুড়িগ্রাম খবরের সম্পাদক এসএম ছানালাল বকসী বলেন, ‘মীর ইসমাইল হোসেন ছিলেন রাজাকার, আলবদর ও স্বাধীনতা বিরোধী একজন ব্যক্তি। আমরা অবিলম্বে ওই স্বাধীনতা বিরোধী ব্যক্তির নাম বাতিল করে সরকারি মীর ইসমাইল হোসেন রাজারহাট কলেজের পরিবর্তে শহীদ রাউফুন বসুনিয়া সরকারি কলেজ করার জোর দাবি জানাচ্ছি।’

কুড়িগ্রামের পিপি অ্যাডভোকেট আব্রাহাম লিংকন বলেন, ‘রাজারহাট উপজেলায় প্রতিষ্ঠিত সরকারি কলেজটির নাম একজন স্বাধীনতাবিরোধী ব্যক্তির নামে থাকতে পারে না। তাই অবিলম্বে কলেজটির নাম পরিবর্তন করে আশির দশকে স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনে শহীদ রাউফুন বসুনিয়ার নামে নামকরণের দাবি জানাই।’

এসময় বক্তব্য রাখেন কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্রাহাম লিংকন, দৈনিক কুড়িগ্রাম খবরের সম্পাদক এস এম ছানালাল বকসী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নিলু, আশির দশকের ছাত্র সংগ্রাম পরিষদের নেতা এমদাদুল হক এমদাদ ও মাজেদ আলসহ অন্যান্য আরও অনেকে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –