• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

চিলমারীতে রবিশস্যের চাষ করতে কৃষকদের উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ   

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২১  

চিলমারীতে দুই দফা বন্যায় আমনখেত ও বীজতলার ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে উপজেলায় চারার তীব্র সংকট দেখা দিয়েছে। বিপাকে পড়েছেন কৃষকরা। অনেকে চড়া মূল্যে চারা সংগ্রহ করে আমন রোপণ করছেন।

কৃষক আমিনুল ইসলাম জানান, এক বিঘা জমি রোপণের জন্য ১০ হাজার টাকায় চারা কিনেছি।

কৃষক অহিজল জানান, বাজারে চারার দাম বেশি হওয়ায় ফিরে যাচ্ছি।

উপজেলা কৃষি কর্মকর্তা কুমার প্রণয় বিষাণ দাস জানান, বন্যায় ৩ হাজার ২১৮ হেক্টর জমির আমনখেত ও ৪০ হেক্টর বীজতলা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। চারার সংকটে যেসব জমিতে আমন চাষ করা যাচ্ছে না সেসব জমিতে রবিশস্যের চাষ করতে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –