• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

নাগেশ্বরীতে কেঁচো সার তৈরি করে সফলতা

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ অক্টোবর ২০২১  

নাগেশ্বরীতে কেঁচো সার তৈরি করা হচ্ছে। কেঁচো সার তৈরি করে সফলতা পেয়েছেন রায়গঞ্জ ইউনিয়নের রতনপুর হাজিরমোড় এলাকার মামুনুর রশিদ মামুন নামে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ার। বাজারে তার উৎপাদিত জৈব সারের চাহিদাও রয়েছে ব্যাপক।

তিনি জানান, প্রতি কেজি সার খুচরা ২০-২৫ টাকা আর পাইকারি বিক্রি হয় ১০-১৫ টাকা কেজি দরে।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনজুর আলম বলেন, এটি তার বেকারত্ব দূরীকরণের পাশাপাশি দেশের উন্নয়নে ভূমিকা রাখবে।

উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন বলেন, ভার্মিকম্পোস্ট একটি উত্কৃষ্ট জৈব সার। মাটির প্রাণ, মাটির স্বাস্থ্য সুরক্ষায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –