• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

তিস্তায় ভাসছিল নিখোঁজ কৃষকের মরদেহ

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২১  

কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে নি‌খোঁজের ২ দিন পর তিস্তা নদীতে ডু‌বে যাওয়া কৃষ‌ক বদিউজ্জামানের মর‌দেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। 

আজ শ‌নিবার ভোররা‌তে ‌তিস্তা নদী‌তে মাছ ধরার সময় জে‌লেরা এক‌টি মর‌দেহ দেখ‌তে পান। বিষয়‌টি জানাজা‌নি হ‌লে স্বজনরা নিখোঁজ ব‌দিউজ্জামা‌নের মর‌দেহ শনাক্ত ক‌রেন। প‌রে আজ সকাল ১০টার দি‌কে পা‌রিবা‌রিক কবরস্থা‌নে তা‌কে দাফন করা হয়। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন সং‌শ্লিষ্ট ইউপি সদস‌্য আব্দুল হা‌লিম। 

জানা গে‌ছে, গত বুধবার দুপু‌র আড়াইটার‌ দি‌কে চর জুয়ানসতরা থে‌কে গরুর জন্য ঘাস নি‌য়ে বা‌ড়ি ফেরার প‌থে তিস্তা নদীর স্রো‌তে ডু‌বে যান কৃষক ব‌দিউজ্জামান (৫৫)। প‌রে স্থানীয় লোকজন ও ফায়ার সা‌র্ভি‌সের ডুবুরি দল অভিযান চা‌লি‌য়ে উদ্ধার কর‌তে ব‌্যর্থ হয়। ‌নি‌খোঁজের ২ দিন পর আজ শ‌নিবার ভোররা‌তে ঘটনাস্থল থে‌কে প্রায় পৌ‌নে এক কি‌লো‌মিটার ভা‌টিতে তার মরদেহ ভে‌সে ওঠে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –