• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

কুড়িগ্রামে দিনব্যাপী শিল্পী ও স্বেচ্ছাসেবী মেলা 

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ নভেম্বর ২০২১  

অসম্প্রদায়িক, মানবিক ও সৌহার্দ্যপূর্ণ কুড়িগ্রাম গড়ার প্রত্যয় নিয়ে দিনব্যাপী শিল্পী ও স্বেচ্ছাসেবী মেলার উদ্বোধন করেছেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকু। গতকাল শনিবার কুড়িগ্রাম সাধারণ পাঠাগারে ওই মেলা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখছেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। জেলা শিল্পী সমিতি আয়োজনে এ মেলায় ৯ উপজেলার ২৫টি সংগঠন অংশগ্রহন করে। পরিবেশন করে গান,পালাগান, যাত্রা, নৃত্য, কবিতা আবৃত্তিসহ নানা পরিবেশনা।

জেলা শিল্পী সমিতির আহবায়ক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উলিপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুযোবায়ের আল মুকুল, অধ্যাপক ডঃ আনোয়ার হোসেন মন্ডল, অধ্যাপক আফতাব উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট আহসান হাবীব নীলু প্রমুখ।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –