• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ফুলবাড়ী সীমান্তে ১৮ কেজি গাজা উদ্ধার     

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২১  

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ১৮ কেজি ওজনের গাজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।  গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পূর্ব ফুলমতি সীমান্তে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। শনিবার সকালে উদ্ধারকৃত গাজা লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটানিয়নের কাছে হস্তান্তর করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বালারহাট বিজিবি ক্যাম্পের সদস্যরা পূর্ব ফুলমতি গ্রামের আন্তর্জাতিক সীমান্তের ৯৩৬ মেইন পিলারের ৫শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় চোরাকারবারীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে প্যাকেট করা দুটো গাজার বস্তা ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে আনুমানিক ৬৫ হাজার টাকা মূল্যের ১৮ কেজি গাজা জব্দ করা হয়। পরে জব্দকৃত গাজা শনিবার সকালে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটানিয়নের কাছে হস্তান্তর করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমনিরহাট ১৫ বিবিজি ব্যাটালিয়নের অধিনায়ক লে,কর্ণেল তৌহিদুল আলম জানান,  গোপন সংবাদের ভিত্তিতে বালারহাট ক্যাম্পের হাবিলদার শাকিল মোর্শে’র নেতৃত্বে একদল জওয়ান চোরাকারবারীদের ধাওয়া করে ১৮ কেজি গাজা উদ্ধার করে।    

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –