• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

৮ মাস পর খুলল রৌমারীর স্থলবন্দর: আমাদানি-রফতানি কার্যক্রম শুরু   

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২১  

দীর্ঘ ৮ মাস বন্ধ থাকার পর কুড়িগ্রামের রৌমারী উপজেলার চর নতুনবন্দর স্থলবন্দরে আমাদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। এতে বন্দরের শ্রমিকদের মুখে ফুটেছে স্বস্তির হাসি।

গত সোমবার ভারতের আসাম রাজ্যের মানকারচর গেট দিয়ে পাথরবোঝাই কয়েকটি ট্রাক বাংলাদেশে প্রবেশের মধ্য দিয়ে এ বন্দরের কার্যক্রম শুরু হয়। এতে বন্দরের ব্যবসায়ীসহ প্রায় পাঁচ হাজার শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

জানা গেছে, করোনার কারণে চলতি বছরের ১৬ মার্চ থেকে চর নতুনবন্দর স্থলবন্দরের আমদামি-রফতানি বন্ধ হয়ে যায়। ফলে বন্দরের প্রায় পাঁচ হাজার মানুষ কর্মহীন হয়ে পড়ে। দীর্ঘদিন তারা পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করেছে। সম্প্রতি আবার বন্দরের কার্যক্রম চালু হওয়ায় শ্রমিকদের মাঝে ফিরেছে স্বস্তি।

শ্রমিক তারা মিয়া বলেন, ভারত থেকে পাথর আসা বন্ধ হয়ে যাওয়ায় স্ত্রী-সন্তান নিয়ে খুবই কষ্টে ছিলাম। এখন আবার কাজ করতে পারছি। পরিবার নিয়ে ভালোভাবে থাকতে পারব।

বন্দরের এলসি ব্যবসায়ী আকতার আহসান বাবু বলেন, দীর্ঘদিন আমদানি-রফটানি বন্ধ থাকায় আমাদের অনেক ক্ষতি হয়েছে। আবার যেন এ বন্দরে আমদানি-রফতানি বন্ধ না হয় সেজন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –