• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

কুড়িগ্রামে মোবাইল চুরি করে ধরা পড়লেন ১৬ মামলার আসামি 

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২১  

কুড়িগ্রাম পৌর শহরে এক শীর্ষ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। কুড়িগ্রাম শহরের এক নারীর মোবাইল ফোন ও নগদ টাকা চুরি করার পর পুলিশের হাতে ধরা পড়েন ১৬ মামলার এই আসামি।

আটককৃত চোর ও মাদক ব্যবসায়ী আসিফ ইকবাল ওরফে শামীম (৩৫) কুড়িগ্রাম পৌর শহরের রৌমারী পাড়ার সাইফুল ইসলামের ছেলে। প্রতিটি মামলায় তিনি জামিনে ছিলেন।

পুলিশ জানায়, গত ১৯ নভেম্বর কুড়িগ্রাম সদরের কৃষ্ণপুর এলাকার রৌমারী পাড়ার বাসিন্দা আরফিন নাহার আশার দুটি মোবাইল ফোন ও নগদ ২ হাজার টাকা চুরি হয়। চুরির রহস্য উদঘাটন করতেই ধরা পড়েন শামীম। পুলিশ আরও জানায়, আসামির কাছ থেকে মোবাইল ফোন উদ্ধার করা হয়। কুখ্যাত চোর আসিফ ইকবাল শামীম শীর্ষ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। আসামির বিরুদ্ধে চুরির ৪টি মামলাসহ মাদকের ৯টি মামলা ও অন্যান্য ধারার তিনটি মামলাসহ সর্বমোট ১৬টি মামলা রয়েছে।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার জানান, আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –