• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

উত্তরের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে শীত জেঁকে বসেছে

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২১  

উত্তরের হিমেল হাওয়া ও কুয়াশায় উত্তরের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে শীত জেঁকে বসেছে। একদিনের প্রচণ্ড ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কুয়াশা থাকায় সকালে জেলা শহর ও তার বাইরের সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে ছোট যানবাহানসহ বাস চলাচল করতে দেখা যায়। 

রবিবার রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার অফিস জানায়, সকাল ৯টায়  তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ ডিগ্রি সেলসিয়াস। এদিকে, শনিবার দিনভর সূর্যের আলো কিছুটা নিভু নিভু ছিল। দুপুরের পর রোদ দেখা দিলেও তাপের তীব্রতা ছিল না। সাথে কিছুটা হিমেল হাওয়া বয়। তবে খানিকটা দিনের তাপমাত্রা বৃদ্ধি পেলেও স্থানীয়রা শীত নিবারণে গরম কাপড় পরে বাইরে বের হন। অন্যদিকে, সন্ধ্যা হতেই গত কয়েকদিন যাবত ঠাণ্ঠার প্রবণতা দেখা যায়। মানুষজন প্রয়োজনীয় কাজ সেরে আগে ভাগেই বাড়িতে ফিরে আসেন। 

জেলার রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, রবিবার সকাল ৯টায় জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ ডিগ্রি সেলসিয়াস। তবে এ তাপমাত্রা আগামী কয়েকদিন আরো কমবে বলে জানান তিনি।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –