• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

`ভোটে জিততে হলে ভোটারদের মন জয় করতে হবে`

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২১  

কুড়িগ্রামের উলিপুরে চতুর্থ ধাপে ইউপি নির্বাচনে ভোটকেন্দ্রসহ নির্বাচনী এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা পুলিশ বদ্ধপরিকর। মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকেলে উপজেলার হাতিয়া ইউনিয়নের বাগুয়া অনন্তপুর উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী প্রার্থী ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা।

তিনি বলেন, 'আপনাদের জিততে হলে ভোটারদের মন জয় করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ প্রশাসন কাজ করে যাচ্ছে। কেউ সহিংসতা ও ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করবেন না।' সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। তিনি অভয় দিয়ে নারী-পুরুষ সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানান।

থানা বিট পুলিশিংয়ের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময়সভায় সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) আল-মাহমুদ হাসান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) রুহুল আমিন, এসআই আনিছুর রহমান, এএসআই হুমায়ুন কবিরসহ সঙ্গীয় ফোর্স।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –