• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

কুড়িগ্রামে সৈয়দ শামসুল হকের জন্মদিন পালিত

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২১  

সব্যসাচী কথাসাহিত্যিক লেখক সৈয়দ শামসুল হকের ৮৭তম জন্মদিন পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (২৭ ডিসেম্বর) কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠের পাশে কবির সমাধিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। জেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে। 

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রেজাউল করিম, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান, উপাধ্যক্ষ মির্জা নাসির উদ্দিন, পাবলিক প্রসিকিউটর আব্রাহম লিংকন, সৈয়দ হকের সহধর্মিণী সৈয়দ আনোয়ারা হক, প্রেস ক্লাব সভাপতি আহসান হাবিব নীলুসহ কবির পরিবারের সদস্যগণ।

পরে কবির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় সৈয়দ শামসুল হকের সহধর্মিণী কবির সমাধিস্থলে দ্রুত স্মৃতি কমপ্লেক্স নির্মাণের দাবি জানান। 

সৈয়দ শামসুল হক ১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর ঢাকার একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর কবির ইচ্ছানুযায়ী নিজ জন্মভূমি কুড়িগ্রামের সরকারি কলেজ মাঠের পাশে তাকে সমাহিত করা হয়।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –