• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

ভূরুঙ্গামারীতে স্ত্রী হত্যা করে স্বামীর পলায়ন   

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২২  

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের মাওলানা পাড়া গ্রামে দাম্পত্য কলহের জেরে শশুর বাড়ীতে বেড়াতে গিয়ে স্ত্রী শাহিদা বেগম (৪০) নামে এক গৃহবধুকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেছে স্বামী আবু বকর সিদ্দিক।

মঙ্গলবার ভোররাত ৩টার দিকে ঘটনাটি ঘটেছে। শাহিদা বেগম ওই গ্রামের শাহজাহান আলীর মেয়ে। এ ঘটনায় পুলিশ তৎপর হয়ে সকালেই পাশর্^বর্তী এলাকা থেকে আবু বকর সিদ্দিককে গ্রেফতার করে।

জানা যায়, গত ২৪ বছর পূর্বে একই গ্রামের মৃত: আব্বাছ আলীর পূত্র কাঠ ব্যবসায়ী আবু বকর সিদ্দিকের সাথে শাহিদা বেগমের বিয়ে হয়। তাদের সংসারে ৩টি কন্যা সন্তান রয়েছে। দাম্পত্য কলহের জেরে বেশ কিছু দিন পূর্বে শাহিদা বাবার বাড়িতে চলে আসে। গত সোমবার শশুর বাড়ীতে আসে আবু বকর সিদ্দিক। রাত ৩টার দিকে চিৎকার শুনে বাড়ীর লোকজন শাহিদার কক্ষে ঢুকে তাকে বিছানায় রক্তাক্ত মৃত: অবস্থায় দেখতে পায়। 

ভূরুঙ্গামারী থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে আবু বকর সিদ্দিককে পাশ^বর্তী এলাকা থেকে সকালেই আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্ততি চলছে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –