• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

কুড়িগ্রামের ওয়ার্ডে ওয়ার্ডে ছড়িয়ে পড়েছে বিএনপির গ্রুপিং

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২২  

কুড়িগ্রামের বিএনপির গ্রুপিং স্থায়ী আকার ধারণ করেছে। জেলা বিএনপির সভপাতি-সম্পাদক দু’গ্রপের দুই কার্যালয়ের মাধ্যমেই এখানে বিভক্ত বিএনপি। বিাবদমান দু’গ্রুপের গ্রুপিং ছড়িয়ে পড়েছে জেলা-উপজেলা শহরসহ ওয়ার্ড পর্যায়েও।
অন্যান্য দিনের মতো কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত বুধবার কুড়িগ্রামে কর্মসূচি পালন হয়েছে বিবাদমান দু’গ্রুপে। এখানে এক গ্রুপ করেছে মানববন্ধন ও অপর গ্রুপ করেছে সমাবেশ।

এরই মধ্যে বুধবার সকালে কুড়িগ্রাম জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা গ্রুপের উদ্যোগে কুড়িগ্রাম শহরের পোস্ট অফিস পাড়ার জেলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ হয়।

এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির সদস্য সাইফুর রহমান রানা, জেলা বিএনপির সহ-সভাপতি মোস্তাফিজার রহমান, সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিক, যুগ্ম সম্পাদক হাসিবুর রহমান হাসিব, ক্রিড়া সম্পাদক সামিউর রহমান হীরা, পরিবার কল্যাণ সম্পাদক সফিকুল ইসলাম সফি, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি নাসিম পারবেজ তারা, জেলা স্বেচ্ছা সেবক দলের সাংগাঠনিক সম্পাদক ওয়াহেদ রানা, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আল আমিন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাকিবুল হাসান রকি বকসী প্রমুখ।

অন্যদিকে কুড়িগ্রাম জেলা বিএনপির সভপাতি তাসভিরুল ইসলাম গ্রুপের উদ্যোগে কুড়িগ্রাম শহরের দাদামোড়স্থ জেলা বিএনপির অপর কার্যালয়ের সামনে হয় মানববন্ধন।

এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির সদস্য সহিরুজ্জামান সাজু, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল হক রুবেল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবার রহমান, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লফিকুল ইসলাম রানা, জেলা যুবদল সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রজব, জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইহসান সহ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –