• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

রাজারহাটে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু   

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২২  

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার দিনোবাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে মো. রাসেল (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত রাসেল রাজারহাট উপজেলার দিনোবাজার এলাকার মো. মজিদ মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, রাসেল রেললাইনে বসে কানে হেডফোন দিয়ে গেম খেলছিল। এ সময় কুড়িগ্রাম থেকে কাউনিয়াগামী শাটল ট্রেনে কাটা পড়ে তার মর্মান্তিক মৃত্যু হয়।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ওই কিশোরের বাড়ি রেললাইনের পাশেই। অসাবধানতা বসত ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। 

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –