• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

কুড়িগ্রামে শুক্র-শনিবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে 

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২২  

গ্রিড সংরক্ষণ বিভাগ ও পিজিসিব লিমিটেডের আওতাধীন কুড়িগ্রাম-রংপুর ১৩২ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনে জরুরি ও বার্ষিক সংরক্ষণ কাজের জন্য কুড়িগ্রাম জেলায় দুদিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

জারিকৃত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জরুরি কাজ চলাকালীন কুড়িগ্রাম ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রে শুক্রবার (১৪ জানুয়ারি) ও শনিবার (১৫ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।

ফলে কুড়িগ্রাম জেলা শহরসহ পল্লী বিদ্যুতের আওতাধীন এলাকাসমূহে বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ থাকবে। জরুরি ও বার্ষিক সংরক্ষণ কাজের স্বার্থে সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।  

রংপুর জিএমডি, পিজিসিব-এর নির্বাহী প্রকৌশলী মো. শাহজাহান আলী বিষয়টি নিশ্চিত করে জানান, বিদ্যুৎ সরবরাহে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। পাশাপাশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতে সবার সহযোগিতা কামনা করছি।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –