• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

কুড়িগ্রামে অটোরিক্সা চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ 

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২২  

কুড়িগ্রামের কয়েকটি এলাকা থেকে অটোরিক্সা চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে তাদের গ্রেফতার করে বৃহস্পতিবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়।

পুলিশ জানায়, চালকদের প্রতারিত করে কুড়িগ্রামের বিভিন্ন এলাকা থেকে ব্যাটারি চালিত অটোরিক্সা চুরির অপরাধে সংঘবদ্ধ একটি চক্র কাজ করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে লালমনিরহাট জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে কুড়িগ্রাম সদর থানা পুলিশের একটি আভিযানিক দল। এ সময় চোরের ব্যবহৃত একটি মোটরসাইকেল ও চুরি হওয়া চারটি অটোরিক্সা উদ্ধার করে পুলিশ।

ওই চক্রটি লালমনিরহাট থেকে কুড়িগ্রামে এসে বিভিন্ন পণ্য পরিবহণের অজুহাতে অটোচালকদের ভাড়া করে। পরে সুযোগ বুঝে কৌশলে অটোরিক্সা নিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে বিভিন্ন তথ্যউপাত্ত ও সিসি ক্যামেরার ফুটেজ দেখে সংঘবদ্ধ ওই চক্রটিকে চিহ্নিত করে পুলিশ।

পরে লালমনিরহাট সদর, হাতিবান্ধা ও কালিগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে তিন সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার আফসার আলীর ছেলে হজরত আলী (২৪), সদর উপজেলার ইদুল মিয়ার ছেলে  মিটুল মিয়া (২৪) এবং রিয়াজুল ইসলামের ছেলে ওবায়দুল ইসলাম (৩৮)। এ ব্যাপারে সদর থানার ওসি খান মোহাম্মদ শাহরিয়ার জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে ।    

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –