• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

কুড়িগ্রামে বালু তুলে জমিতে রাখা নিয়ে দ্বন্দ্ব, নিহত ১

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২২  

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বল্লভেরখাষ ইউনিয়নে ড্রেজার দিয়ে বালু তুলে জমিতে রাখা নিয়ে দ্বন্দ্বে একজন নিহত হয়েছে ।

নিহত ব্যক্তি ওই ইউনিয়েনর ১ নং ওয়ার্ডের শিমুলতলা গ্রামে মৃত মদন শেখের সন্তান ইব্রাহীম শেখ (৬৫)। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকাল সাড়ে চারটার দিকে। 

ইউনিয়নটির চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, একই এলাকার মানিক মিয়ার ড্রেজার দিয়ে বালু তুলে  পার্শবর্তী বেরুবাড়ী ইউনিয়নের বাসিন্দা ছবির উদ্দিনের ছেলে খোকন মিয়া তার জমিতে রাখছিলেন। 

এসময় পাশেই ইব্রাহীমের জমিতে  কিছু বালু চলে যায়। ইব্রাহীম তার জমিতে বালু ফেলতে বাঁধা দিলে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা বাঁধে । এসময় খোকন ও তার লোকজন ইব্রাহিমহীমের উপর চড়াও হয় এবং ইব্রাহীমকে সজোরে ধাক্কা দিতে থাকে । ধাক্কা খেয়ে মাটিতে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়  ইব্রাহীমের ।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল ইসলাম জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেননি।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –