• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

ফুলবাড়ীতে বাণিজ্যিকভাবে মাশরুম চাষ হচ্ছে       

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২২  

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাণিজ্যিকভাবে মাশরুম চাষ হচ্ছে। বাজারে মাশরুমের ব্যাপক চাহিদা ও ভালো দাম থাকায় উপজেলার ৭ তরুণ মাশরুম চাষ শুরু করেন। 

সরেজমিনে দেখা গেছে, উপজেলার সদর ইউনিয়নের নাওডাঙ্গা পুলেরপাড় বাজারসংলগ্ন চন্দ্রখানা এলাকার ৫ শতক জমিতে ফুলকুড়ি বাণিজ্যিক মাশরুম সেন্টার (ফুলকুড়ি বিএমসি)-এর ব্যানারে একটি ঘরে মাশরুম চাষ করা হচ্ছে। ঐ সাত তরুণ ২০২১ সালের ১৯ ডিসেম্বর ২০টি স্পন প্যাকেট ও ৩৭টি সিলিন্ডারের মাধ্যমে মাশরুম চাষ শুরু করেন। শুরুর দিকে উত্পাদিত মাশরুম ১০ হাজার টাকা বিক্রি হয়। ফলন ভালো হওয়ায় বর্তমানে তাদের খামারে ৩৫০টি সিলিন্ডার রয়েছে। 
উদ্যোক্তারা হলেন, ঐ এলাকার মাহাবুব খন্দকার নয়ন, আরমান সরকার, গালিব রহমান, কেএম মুরাদ, সুমন্ত রায়, হাবিবুর রহমান ও নাজমা খাতুন। প্রধান উদ্যোক্তা মাহাবুব খন্দকার নয়ন জানান, বাকি ছয় জনকে নিয়ে ফুলবাড়ী যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক প্রশিক্ষণ শেষে মাশরুশ চাষ শুরু করেন। প্রথমে পরীক্ষামূলকভাবে চাষ শুরুর ২০ দিনের মাথায় ফলন আসে। 

সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুর রহমান বলেন, তারা আগ্রহী হওয়ায় প্রশিক্ষণসহ সব ধরনের সহযোগিতা করা হয়েছে।
কে/

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –