• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

নানা কর্মসূচিতে প্রেসক্লাব চিলমারীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন     

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২২  

কুড়িগ্রামের চিলমারীতে নানা কর্মসূচির মধ্যদিয়ে প্রেসক্লাব চিলমারীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টায় এ উপলক্ষ্যে প্রেসক্লাব সভাকক্ষে কেক কাটার পর একটি র‌্যালি বের করা হয়।  র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ ডাকবাংলো কনফারেন্স রুমে এক আলোচনা সভায় মিলিত হন সাংবাদিকরা।

প্রেসক্লাব চিলমারীর প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিবছর গুণীজনসহ সাংবাদিকদের সম্মাননা দেওয়ার ধারাবাহিকতায় এ বছরও নবনির্বাচিত রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম মঞ্জু, থানাহাট ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিলন, রমনা মডেল ইউপি চেয়ারম্যান গোলাম আশেক আঁকা, চিলমারী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, অষ্টমীরচর ইউপি চেয়ারম্যান মো. সোহরাব হোসেন ও নবনির্বাচিত উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান আজাদ জামানকে প্রেস ক্লাবের পক্ষ থেকে ক্রেস্ট দেওয়া হয়।

প্রেসক্লাব সভাপতি সহকারী অধ্যাপক গোলাম মাহবুবের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম। 

বিশেষ অতিথি ছিলেন গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জাকির হোসেন, চিলমারী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আরাতুজ্জামান লতিফ, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ারুল  ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম লিচু ও চিলমারী প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম সাবু প্রমুখ।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –