• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ মার্চ ২০২২  

কুড়িগ্রামের উলিপুরে এক সেনা সদস্যকে মারপিট ও পাঁচ লাখ চাঁদা দাবির অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ২৭ ফেব্রুয়ারি ভুক্তভোগী ওই সেনা সদস্য বাদী হয়ে থেতরাই ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আতাউর রহমান আতার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, ইউনিয়নের সেকেন্দার আলীর সঙ্গে ইউপি চেয়ারম্যান আতার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। যা একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

গত ১৯ ফেব্রুয়ারি ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ এনে থানায় সাধারণ ডায়েরি করেন সেকেন্দারের ছেলে সালাউদ্দিন।
পরদিন দুপুরে সালাউদ্দিন ইউপি কার্যালয়ের সামনে গেলে চেয়ারম্যানের লোকজন তাকে মারধর করে পরিষদে আটকে রাখেন। খবর পেয়ে তার পরিবারের সদস্যরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ ঘটনার সাতদিন পর ২৭ ফেব্রুয়ারি সেনা সদস্যকে মারপিট ও পাঁচ লাখ টাকা চাঁদার অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এ ছাড়াও অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করা হয়।

চেয়ারম্যান আতাউর রহমান আতা বলেন, 'ঘটনার দিন আমি উপস্থিত ছিলাম না। তারপরেও আমার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হওয়া দুঃখজনক। '

উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবির ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মারপিটসহ চাঁদা দাবির অভিযোগে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।  

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –