• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

ভারতে পাচারকালে বিপুলসংখ্যক জন্মনিয়ন্ত্রণ বড়ি জব্দ

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ মার্চ ২০২২  

কুড়িগ্রামের নাগেশ্বরীর উপজেলার কচাকাটা থানার সীমান্তে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাবার সময় বিপুলসংখ্যক সরকারি জন্মনিয়ন্ত্রণ বড়ি (সুখি বড়ি) জব্দ করেছে বিজিবি। জব্দ এসব বড়ির মূল্য প্রায় ৬০ লাখ টাকা। এসময় ১০০ লিটার ডিজেলও জব্দ করেন তারা।

বিজিবি ও জয়মনিরহাট শুল্ক গুদাম সূত্রে জানা যায়, রংপুর ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সদস্য নায়েক রফিকুল ইসলামের তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কুড়িগ্রাম-২২বিজিবির অধীনে মাদারগঞ্জ বিওপি ক্যাম্প সদস্যরা।

বিওপি কমান্ডার দেলোয়ার হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে ভারতে পাচারকালে বল্লভেরখাষ ইউনিয়নের জালিয়ার চর এলাকার আন্তর্জাতিক সীমানার মেইন পিলারের ১০৩৩ এর ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তর হতে এসব জন্মনিয়ন্ত্রণ বড়ি ও ডিজেল আটক করা হয়। পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে গঙ্গাধর নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। জব্দ বড়ির সংখ্যা ৯৯ হাজার ৯০০ পাতা। যার মূল্যমান ৫৯ লাখ ৯৮ হাজার ২০০ টাকা। এসব বড়ির পাতা ১০টি বস্তায় প্যাকেট করা ছিল। অপরদিকে আটক ৪টি ছোট ড্রামে থাকা ডিজেলের পরিমাণ ১০০ লিটার। যার বাজার মূল্য ৮ হাজার টাকা। জব্দ জন্মনিয়ন্ত্রণ বড়ি ডিজেলের মোট মূল্য ৬০ লাখ ৬ হাজার ২০০ টাকা। জব্দ বড়ি ও ডিজেল বুধবার সকালে ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট শুল্ক গুদামে জমা দেয়া হয়।

কুড়িগ্রামের ২২বিজিবির মাদারগঞ্জ বিওপি কমান্ডার দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভারতে পাচারের উদ্দেশে নিয়ে যাওয়া জন্মনিয়ন্ত্রণ বড়িসহ ডিজেল আটক করা গেলেও চোরাকারবারিরা পালিয়ে যায়।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –