• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

রাজারহাটে দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে সূর্যমুখী চাষ

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ মার্চ ২০২২  

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে সূর্যমুখী চাষ। কম খরচে অধিক লাভবান হওয়ায় উপজেলার কৃষকরা এ চাষে আগ্রহী হয়ে উঠছেন।

সরেজমিনে দেখা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় কৃষকেরা সূর্যমুখীর চাষ করেছেন। নাজিম খান ইউনিয়নের বাছড়ার মল্লিকবেগ (কুটিপাড়া) গ্রামের নুর আলম সরকার এ বছর প্রথম ৭০ শতক জমিতে সূর্যমুখী ফুলের চাষ করেছেন। তিনি আশা করছেন, এতে সারা বছর ভোজ্য তেলের চাহিদা পূরণ করে বাজারে বিক্রি করতে পারবেন। ভবিষ্যতে তিনি বড় আকারে প্রজেক্ট করে সূর্যমুখী ফুলের চাষ করবেন বলে জানান। 

উপজেলার মুসরুত নাখেন্দা গ্রামের আদর্শ কৃষক অশ্বিনি কুমার জানান, তিনি প্রায় ৬০ শতাংশ জমিতে সূর্যমুখীর চাষ করেছেন। সব মিলে ৬ থেকে সাড়ে ৬ হাজার টাকা খরচ হয়েছে। খরচ বাদে ২০/২৫ হাজার টাকা লাভের আশা করছেন তিনি। 

উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মুসা মিয়া জানান, সূর্যমুখী ফুলের চাষে কৃষকদের উৎসাহিত করার জন্য সরকারি সহায়তা হিসেবে বীজ ও সার প্রদান করা হয়।

এ ব্যাপারে রাজারহাট উপজেলা কৃষি কর্মকর্তা সম্পা আকতার বলেন, চলতি বছর উপজেলার ১৫ হেক্টর জমিতে সূর্যমুখী ফুলের চাষ হয়েছে। আশা করছি, এ চাষ ভবিষ্যতে ব্যাপক হারে বাড়বে।  

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –