• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

ভুরুঙ্গামারীতে স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে স্বামীও করলেন বিষপান     

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ মার্চ ২০২২  

পারিবারিক কলহের জেরে স্বামীর সঙ্গে রাগ করে স্ত্রী বিষপান করেন। পরে তাকে হাসপাতালে নেয়া হয়। আর স্ত্রীর বিষপানের খবরে স্বামীও করলেন বিষপান। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় পারিবারিক কলহের জেরে ঐ দুজনের বিষপানে মারা গেছেন স্ত্রী রহিমা বেগম (৪২)।

গতকাল বুধবার বিকেলে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের প্রত্যন্ত কাজিয়ার চর এলাকা থেকে ঐ গৃহবধূর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

শিলখুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, বুধবার (২৩ মার্চ) সকালে স্বামী আব্দুল আলিমের (৫০) সঙ্গে স্ত্রী রহিমার ঝগড়া হয়। একপর্যায়ে রহিমা দরজা বন্ধ করে ঘরে থাকা কীটনাশক (বিষ) পান করেন। 

এ সময় পরিবারের অন্য সদস্যরা দরজা ভেঙে ঘরে ঢুকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার সময় মারা যান তিনি।  

পরে এ খবর শুনে স্বামী আব্দুল আলিমও সবার অজান্তে বিষপান করেন। স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বুধবার দুপুরে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। পরে আব্দুল আলিমের অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ভুরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বিষপানে মৃত রহিমার মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –