• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

নিহত পুলিশ কনস্টেবলের মরদেহ ময়না তদন্তের জন্য কুড়িগ্রামে প্রেরণ

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ মার্চ ২০২২  

কুড়িগ্রামের রৌমারীতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনায় নিহত পুলিশ কনস্টেবল আব্দুর রহিমকে মঙ্গলবার (২৯মার্চ) সকালে ময়নাতদন্তের জন্য রৌমারী থেকে নৌকাযোগে কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী রৌমারী থানায় এজাহার দায়ের করলে সেটি ইউডি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে বলে ওসি মুনতাসির বিল্লাহ নিশ্চিত করেছেন।

নিহতের স্ত্রী সাবিনা ইয়াসমিন শিল্পী জানান, তার স্বামী মানসিকভাবে অবসাদগ্রস্ত ছিলেন। এছাড়াও বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। চাকরির পাশাপাশি তিনি কনজুমার ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার অসুস্থতা বিবেচনায় থানা থেকে তাকে ২৮ দিনের ছুটি মঞ্জুর করা হয়। আমরা ঢাকায় চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করছিলাম। এ রকম অবস্থায় তার আত্মহত্যার ঘটনা আমরা মেনে নিতে পারছি না। আমার তিন কন্যা সন্তানের ভবিষ্যৎ নিয়ে আমরা খুব উৎকণ্ঠার মধ্যে রয়েছি। এ ব্যাপারে থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

রৌমারী থানার অফিসার ইনচার্জ মুনতাসির বিল্লাহ জানান, নিহতের স্ত্রী থানায় এজাহার দায়ের করলে সেটি ইউডি মামলা হিসেবে নেয়া হয়েছে। মঙ্গলবার সকালে নিহত পুলিশ কনস্টেবলের মরদেহ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –