• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ভূরুঙ্গামারীর তিন কৃষক পেলেন শ্রেষ্ঠ কৃষকের পুরস্কার 

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ এপ্রিল ২০২২  


কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ কৃষকের পুরস্কার পেলেন ভূরুঙ্গামারী উপজেলার তিন কৃষক। তারা উন্নতমানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পে এ পুরস্কার পেয়েছেন।

শ্রেষ্ঠ কৃষকের পুরস্কার পাওয়া ব্যক্তিরা হলেন-উপজেলার শিলখুড়ি ইউনিয়নের উত্তর তিলাই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে কৃষক জাকির হোসেন, বলদিয়ার শাহীবাজার গ্রামের রিয়াজুল ইসলাম ও ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের কামাত আঙ্গারিয়া গ্রামের কৃষক আবুবকর সিদ্দিক।

বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেলে কুড়িগ্রাম খামারবাড়িতে তাদের পুরস্কৃত করেন খামারবাড়ি উপ-পরিচালক আব্দুল বারী।

কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পে জাকির হোসেন কুড়িগ্রাম জেলায় শ্রেষ্ঠ কৃষক নির্বাচিত হয়েছেন। তিনি হেক্টরপ্রতি ৩.৬ মেট্রিক টন বারি-৮ জাতের মসুর ডাল উৎপাদন করেছেন।

তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পে শ্রেষ্ঠ কৃষকের পুরস্কার পেয়েছেন রিয়াজুল ইসলাম। তিনি হেক্টরপ্রতি ১.৭ মেট্রিক টন তিল উৎপাদন করেছেন। হেক্টরপ্রতি বারি-১৪ জাতের ২.২ মেট্রিক টন সরিষা উৎপাদন করেছেন কৃষক আবুবকর সিদ্দিক।

এ সময় কুড়িগ্রামের পৌর চেয়ারম্যান কাজিউল ইসলাম, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা শামসুদ্দিন মিয়া, জেলা বীজ প্রত্যায়ন কর্মকর্তা বিপ্লব কুমার মোহন্ত, সিনিয়র মনিটরিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম, বিভিন্ন উপজেলা কৃষি কর্মকর্তা এবং কৃষক ও উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –