• শনিবার ০৩ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৯ ১৪৩০

  • || ১২ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তুরস্ক গেলেন রাষ্ট্রপতি রংপুরে আগুনে পুড়লো সুইপার কলোনির ১৫ বসতঘর পঞ্চগড়ে কাঠের সেতুতে বদলে যাচ্ছে হাজারো মানুষের জীবনযাত্রা আশ্রয়ণ প্রকল্প: ঘর পেয়েছেন ৫ লাখ ৫৫ হাজার গৃহহীন মানুষ লালমনিরহাটে জিন তাড়ানোর কথা বলে টাকা আত্মসাৎ, দুই যুবক আটক

চিলমারীতে ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড অর্ধশতাধিক বসতবাড়ি 

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ এপ্রিল ২০২২  

কুড়িগ্রামের চিলমারীতে ঝড়ের তাণ্ডবে অন্তত ৬০টি বসতবাড়ি, একটি স্কুল অ্যান্ড কলেজ এবং একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন লণ্ডভণ্ড হয়ে গেছে। এসময় ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু জমির ভুট্টা ও বোরো আবাদ।

রোববার (৩ এপ্রিল) ভোরে উপজেলার নয়াহাট ইউনিয়নে এই ঝড় আঘাতহানে বলে জানিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আবু হানিফা।

স্থানীয়রা জানান, রোববার ভোরে সেহরি শেষে ফজরের নামাজের পর হঠাৎ ঝড় ও বাতাসের আঘাতে ইউনিয়নের অন্তত ৬০টি পরিবারের বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এসময় ইউনিয়নের দক্ষিণ খাউরিয়া স্কুল অ্যান্ড কলেজ ও চর খেদাইমারি প্রাথমিক বিদ্যালয় ভবনও ক্ষতিগ্রস্ত হয়। তবে ঝড়ে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

নয়ারহাট ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলম মিন্টু জানান, ভোরে আকস্মিক ঝড়ে তার নিজেরসহ ইউনিয়নের অন্তত অর্ধশত বাসিন্দার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

নয়ারহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু হানিফা বলেন, ঝড়ে ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এদিকে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সবুর হোসেন বলেন, চিলমারীর ঝড়ের বিষয়টি শুনেছি। ঝড়ের সঙ্গে জেলায় বৃষ্টিপাতও হয়েছে। রোববার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলায় ১১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –