• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

রৌমারীতে পুলিশের অর্থায়নে ঘর পেলেন হাজেরা

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২২  

প্রধানমন্ত্রীর উপহার ‘জমি আছে ঘর নেই’ প্রকল্পের অংশ হিসেবে বাংলাদেশ পুলিশের অর্থায়নে কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের চাক্তাবাড়ি গ্রামের হাজেরা বেওয়া ওরফে ফেলানীকে একটি ঘর নির্মাণ করে দেয়া হয়েছে।

রবিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের প্রতিটি থানায় একটি করে ঘর নির্মাণ করে হস্তান্তর ও নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য সাভির্স ডেক্সের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

এরপর রৌমারী থানার ওসি মোন্তাছের বিল্লাহ ফেলানীর কাছে তার ঘরের চাবি হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, রৌমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিনু, রৌমারী উপজেলা পুলিশিং কমিটির সভাপতি ও রৌমারী সরকারি কলেজের অধ্যক্ষ সামিউল ইসলাম জীবন, রৌমারী প্রেসক্লাব সভাপতি সুজাউল ইসলাম সুজা প্রমুখ।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –