• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

লরিচাপায় প্রাণ গেল সঙ্গীত শিল্পীর

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২২  

কুড়িগ্রাম শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালের কাছে সড়ক দুর্ঘটনায় আশরাফুন নাহার মিম (১৮) নামে মোটরসাইকেল আরোহী এক সঙ্গীত শিল্পীর মৃত্যু হয়েছে। এ সময় লরির ধাক্কায় ছিটকে পড়ে মোটরসাইকেল চালক বিপুল (৩০) গুরুতর আহত হন। 

রবিবার (১০ এপ্রিল) দুপুরে কেন্দ্রীয় বাস টার্মিনালের পশ্চিমে আঞ্চলিক হাঁস প্রজনন খামারের সামনে এ দুর্ঘটনা ঘটে। সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) খান মো.শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মিম কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের সবুজ পাড়া গ্রামের আমিনুল ইসলামের মেয়ে। তবে মিম তার বাবা মা সহ জেলা শহরের হাটির পাড়ে ভাড়া থাকতেন।

ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং তার স্বামীর নাম ফুয়াদ হাসান। আহত মোটরসাইকেল চালক বিপুল শহরের হাটির পাড় এলাকার নুর ইসলামের ছেলে। বিপুল একজন গিটারিস্ট। মিমসহ তারা বিভিন্ন অনুষ্ঠানে এক সঙ্গে কাজ করতেন বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার দুপুরে কুড়িগ্রাম শহর থেকে রংপুরের দিকে যাওয়া একটি ট্যাংক লরি কেন্দ্রীয় বাস টার্মিনাল পার হয়ে আঞ্চলিক হাঁস প্রজনন খামারের সামনে বিপুল ও মিমের আরোহন করা মোটসাইকেলে ধাক্কা দেয়। এ সময় মিম ছিটকে পড়ে লরির চাকায় পিস্ট হয়ে মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন বিপুল। স্থানীয়রা বিপুলকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেলে রেফার্ড করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেয়।

ওসি খান মো. শাহরিয়ার জানান, ঘাতক লরিটি থানায় নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –