• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

রাজারহাটে ঈদুল ফিতরকে সামনে রেখে জমে উঠেছে কেনাকাটা

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২২  

কুড়িগ্রামের রাজারহাটে ঈদুল ফিতরকে সামনে রেখে জমে উঠেছে ঈদের কেনাকাটা। ক্রেতারা জানান, রমজানের শেষে পোশাক পরিচ্ছদ কেনার প্রতি মনোযোগ বেশি। করোনার ক্রান্তিকাল পার করায় এ বছর ঈদকে ঘিরে সব শ্রেণির মানুষের মধ্যে আনন্দের জোয়ার বইছে। শেষ সময়ে রাজারহাটের বাজারগুলোতে কেনা কাটার ধুম পরেছে। স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে বেচা- কেনা।

ব্যবসায়ীরা বলেন, ঈদের দিন যতোই কাছে আসবে বেচাকেনা ততোই বাড়বে। পোশাক পরিচ্ছদের পাশাপাশি কসমেটিকস, আতর, টুপি, দর্জি, জুতা, হাড়ি-পাতিল, দোকানেও ক্রেতার ভিড় লক্ষ করার মতো। রাজারহাট বাজারের প্রায় শতাধিক কাপড়ের দোকানে সব বয়সের মানুষের উপচে পড়া ভিড়। 

হাসি শাড়ীঘরের মালিক হারুনুর রশিদ বলেন, গত ২ বছর বেচা-কিনা করতে পারি নাই এবারে সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করছি।  

জনতা বস্ত্রালয়ের মালিক আবুবক্কর সিদ্দিক বলেন, বেচা-কেনা খুব ভালো হচ্ছে গত বারের ক্ষতি পূরণ হবে আশাকরি।  

জ্যেমি ক্লোথ স্টোরের মালিক জনাব জাহাঙ্গীর আলম বলেন, বেচা-কেনা খুব ভালো ঈদের আগের দিন পর্যন্ত বেচা কেনা চলবে।  

ক্রোকারিজ দোকানে মহাজন তরুণ ব্যবসায়ী শাহাজাহান আলী বলেন, সাধারণত কোরবানির ঈদে এই জাতীয় দোকানে ভিড় হয় এবারে রোজার ঈদে বেচাকেনা ভালোই হচ্ছে আমি খুব খুশি।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –