• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে শিশু নিখোঁজ

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ মে ২০২২  

কুড়িগ্রামে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে পাঁচ বছরের কন্যা শিশু নিখোঁজ হয়েছে। তার নাম জান্নাতি খাতুন। গতকাল শনিবার বিকেলের দিকে ওই ইউনিয়নের রলাকাটার চর সংলগ্ন ব্রহ্মপুত্র নদে নিখোঁজের ঘটনা ঘটে। এরপর স্থানীয়রাসহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালায়। রবিবার বিকেল পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। 

যাত্রাপুর ইউপির চেয়ারম্যান আইয়ুব আলী সরকার জানান, রলাকাটা চরের জাহাঙ্গীর আলমের মেয়ে জান্নাতি নিখোঁজ হলেও এখনও তাকে পাওয়া যায়নি।

এলাকাবাসীরা জানান, প্রতিদিনের মত গ্রাামের অন্য শিশুদের সাথে জান্নাতি শনিবার দুপুরের পর বাড়ির পাশে ব্রহ্মপুত্র নদে গোসল করতে যায়। এরপর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। পরে অন্য শিশুসহ স্থানীয়দের নজরে আসলে স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করলেও তাকে না পেয়ে কুড়িগ্রাম ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে রাত ১০টা পর্যন্ত উদ্ধার অভিযান চালালেও উদ্ধার করতে পারেনি। এরপর রবিবার সকাল থেকে তার পরিবারের লোকজন নৌকা ও জাল দিয়ে উদ্ধার তৎপরতা চালালেও বিকেল পর্যন্ত তাকে উদ্ধার করতে ব্যর্থ হন।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –