• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

ফুলবাড়ীতে বজ্রপাতে ধানকাটা শ্রমিক নিহত

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ মে ২০২২  

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বজ্রপাতে এক ধানকাটা শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর এক শ্রমিক। নিহতের নাম রহিম বাদশা (৪৮) এবং আহতের নাম মতিয়ার রহমান। নিহত শ্রমিক বটতলা গ্রামের আবুল কাশেমের ছেলে।আহত মতিয়ার রহমান একই এলাকার কামাল উদ্দিনের ছেলে। 

শনিবার দুপুরে ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ার কামালপুর বটতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

এলাকাবাসীরা জানান, নিহত রহিম বাদশাসহ ১০ থেকে ১২ জন ধান কাটা শ্রমিক সাথে নিয়ে একই এলাকার জনৈক আবু বক্কর সিদ্দিকের বোরো ধান কাটার জন্য চুক্তি নিয়ে ধান কাটতে যান। ধান কাটা শেষ করে ধানের বোঝা মাথায় নিয়ে যাওয়ার সময় আকস্মিক ভাবে বৃষ্টি আসে ও বজ্রপাত ঘটে। এতে তার গায়ে বজ্রপাত ঘটলে তিনি জমিতে অচেতন হয়ে পড়েন। পাশাপাশি গুরুতর আহত হন তার সাথে থাকা মতিয়ার রহমান। পরে এলাকাবাসীরা আহত দুজনকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে রহিম বাদশার মৃত্যু ঘটে এবং আহত মতিয়ার রহমান চিকিৎসাধীন থাকেন। 

এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –