• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

রৌমারীতে হত্যা মামলায় গ্রেফতার ২

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ মে ২০২২  

কুড়িগ্রামের রৌমারীতে মা ও ছেলেকে গলা কেটে হত্যা মামলায় মূল অভিযুক্তসহ ২ জনকে গ্রেফতার করেছে জামালপুর র‌্যাব-১৪। গ্রেফতারকৃতরা হলো- নিহত হাফসা আক্তারের উকিল বাবা ও উপজেলার শৌলমারী ইউনিয়নের ওকড়াকান্দা গ্রামের জাকির হোসেন (২৮) ও নিহতের দেবর একই এলাকার চাঁন মিয়া (৪৩)। 

তাদের দুজনকে গ্রেফতারের পর বুধবার দুপুর ১২টার দিকে রৌমারী উপজেলা অফিসার্স ক্লাবে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান জামালপুর র‌্যাব-১৪। 

র‌্যাব-১৪ জামালপুরের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, জামালপুরের বকশীগঞ্জে অভিযান চালিয়ে আসামী জাকির হোসেনকে আটক হয়। পরে তার দেয়া তথ্যমতে রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের বোয়ালমারী গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে এ হত্যাকান্ডের সাথে সম্পৃক্ত নিহত হাফসার দেবর চাঁন মিয়াকেও আটক করা হয়।

প্রসঙ্গত, গত ২১ মে কুড়িগ্রামের রৌমারী উপজেলার সদর ইউনিয়নের নতুনবন্দর নামক এলাকায় বাবার বাড়ির পাশের ধান খেতে পাঁচ মাস বয়সের শিশু সন্তান হাবিবের গলা কাটা মরদেহ ও মা হাফসা আক্তারকে গলা কাটা অবস্থায় উদ্ধার করা হয়। পরে প্রথমে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে হাফসার মৃত্যু হয়। এঘটনায় নিহত হাফসার বাবা হারুনুর রশীদ বাদী হয়ে রৌমারী থানায় হত্যা মামলা দায়ের করলে জামালপুর র‌্যাব-১৪ তাদের দুইজনকে গ্রেফতার করে। 

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –